মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মুন্সীগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো: সামসুজ্জামান এ তথ্য জানান।
পুলিশ জানায়, ডাকাতি হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বাতে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়। পুলিশের তৎপরতার কারণে ডাকাত দল ডাকাতি করতে পারেনি। পরে ভোর রাতে এলাকা ছেড়ে চলে যাওয়ার সময় তারা পুলিমেল সামনে পরে। পুলিশ তাদের ধাওয়া দিলে ডাকাত দলের সদস্যরা পুকুরের পানিতে কচুরি পানার নিচ পালায়। পরে পুলিশ ৫জনকে সেখান থেকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত সদস্য ও ডাকাতির করার জন্য এসেছে বলে স্বীকার করেছে। তদন্তের স্বার্থে ডাকাত সদস্যের নাম এখন বলা যাবে না উল্লেখ করে পুলিশ জানায়, এই অভিযানে পুলিশ কর্মকর্তা সামসুজ্জামানমহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানান। আহত অন্যরা হলেন পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান, এসআই হানিফ সরকার, আমিনুর ইসলাম, কনস্টবেল জিহাদ ও সুব্রত।
Share!