অনেক আগেই ভেঙ্গে গেছ সালমান-ক্যাটের সম্পর্ক। নতুন করে ক্যাটরিনার সম্পর্ক হয়েছে বলিউডের আরেক তারকা রণবীর কাপুরের সঙ্গে। এই দুজনের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জনও চলেছে। শোনা চাচ্ছিল খুব শিগগিরই বিয়ে করবেন তারা। সালমানের নতুন প্রেমের সম্পর্ক নিয়েও অনেক গুঞ্জন চলেছে।তবে সাবেক এবং বর্তমান প্রেমিককে নিয়ে একটু অস্বস্তিতেই পড়েছেন ধুম থ্রির নায়িকা ক্যাট।অনিল কপুরের বাড়িতে আয়োজন করা হয় দিওয়ালির পার্টি। সেখানে রণবীরকে পাশে নিয়ে দিওয়ালির পার্টি এনজয় করছিলেন ক্যাটরিনা। তবে হঠাৎ করেই সেখানে আবির্ভাব ঘটে দাবাং তারকা সালমান খানের। আর তাতেই বিব্রত অবস্থায় পড়ে যান সালমানের হাত ধরে বলিউডে উঠে আসা ক্যাট।সালমানের উপস্থিতিতে ক্যাট-রণবীর নাকি এককোণে সরে গিয়ে নিজেরাই গল্প করছিলেন। এর কিছুক্ষণ পরেই পার্টি ছেড়ে বেরিয়েও যান তারা।জানা গেছে, দিওয়ালিতে নিজের বাড়িতে এক বিরাট পার্টির আয়োজন করেছিলেন অনিল কপূর। সেখানে একসঙ্গেই গিয়েছিলেন রণবীর-ক্যাটরিনা জুটি। সোনম কপূরের সঙ্গে বেশ হাসি-ঠাট্টায় মেতে উঠেছিলেন তারা। এর কিছুক্ষণ পরেই পার্টিতে যান সলমন খান। সালমানকে নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় বাকি গেস্টদের মধ্যে। ঠিক তখনই বেশ অস্বস্তিতে পড়ে যান ক্যাটরিনা।পার্টিতে থাকা এক অতিথি বলেন, প্রথমে বেশ এনজয় করছিলেন রণবীর-ক্যাটরিনা। কিন্তু সলমন পার্টিতে ঢুকতেই ওঁরা সকলের থেকে আলাদা হয়ে যান। তার কিছুক্ষণ পরে বেরিয়েও যান।
সালমানের উপস্থিতিতে পার্টি ছেড়ে চলে গেলেন রণবীর-ক্যাট
Share!