শত বাধার সত্ত্বেও আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। একইসঙ্গে দারিদ্র্য বিমোচনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি আন্তরিক ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডেভেলপমেন্টে ফোরামের সভায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা শুধু সাহায্যের আশায় বসে নেই। দেশের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা এগিয়ে যেতে চাই। ভারত, নেপাল ও ভুটানে ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতার জন্য অবকাঠামোগত উন্নয়নে পদক্ষেপ নিয়েছি।বাংলাদেশ অমিত সম্ভাবনার দেশ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা মধ্য আয়ের দেশ পরিণত হবো। ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ব থেকে দারিদ্র্য বিমোচন করার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা আবশ্যক বলেও মন্তব্য করেন তিনি।শেখ হাসিনা বলেন, নারী উন্নয়ন নীতিমালা আছে আমাদের। বাংলাদেশে নারীদের উন্নতি হয়েছে।
শত বাধা সত্ত্বেও আর্থ-সামাজিক উন্নয়নে সক্ষম বাংলাদেশ
Share!