বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী দল থেকে পদত্যাগ করেছেন । রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন রুমী।২০০১ সালের জাতীয় নির্বাচনের পর আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছিলেন তিনি। ফরিদপুরের এই রাজনীতিক এখন তার জীবনের বাকি সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশসেবায় আগ্রহী বলে জানিয়েছেন প্রেস বিজ্ঞপ্তিতে।তিনি জানান, এরই মধ্যে পদত্যাগপত্র বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপনের কাছে পাঠানো হয়েছে।ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বেও ছিলেন রুমী। ওই পদসহ বিএনপির সব পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, অসুস্থতার কারণে দীর্ঘ দিন ধরে দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় ছিলেন রুমী। তিনি কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তে তা বলতে পারবো না।রুমী প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। কিন্তু দেশ-জাতিকে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতার দিকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই তিনি বিএনপি ত্যাগ করছেন।
বিএনপি ছেড়ে আ’লীগে ফিরে গেলেন রুমী
Share!