পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ভোটের আমেজ। দলের সমর্থন পাওয়ার জোর চেষ্টা করছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে ২০ দলীয় জোটের অনেক নেতার মধ্যে রয়েছে অনিশ্চয়তা। এই নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে সাধারণ ভোটারদের মধ্যে।
দলীয় প্রতীকে এবারের পৌরনির্বাচন হলেও প্রার্থীর যোগ্যতার ওপর জোর দিচ্ছে কুমিল্লার লাকসাম পৌরসভার সাধারণ ভোটার।
নির্বাচনে মেয়র পদে লড়ার জন্য দলীয় সমর্থন পাওয়ার জোর চেষ্টা করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতা।
বিএনপি-জামায়াতের অনেক নেতাই তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে।
ঝালকাঠির নলছিটি পৌরসভায় মামলাসহ নানা কারনে এলাকায় নেই বিএনপি মনোনয়ন প্রত্যাশীরা। জাতীয় পার্টির পক্ষ থেকেও নেই আগ্রহী প্রার্থী।
সরকার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর কাছে ছুটছেন দলের অনেক নেতা।
পঞ্চগড়ের সাধারণ ভোটারের বেশিরভাগ দলনিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে মত দিচ্ছেন। বর্তমান পৌর মেয়রও মনে করছেন, দলীয় প্রতীকে নির্বাচন দুর্বল করবে স্থানীয় সরকার কাঠামো।
১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই পঞ্চগড়ে প্রায় একটানা পৌরপিতা হিসেবে দায়িত্বপালন করছেন পৌর বিএনপির সভাপতি তৌহিদুল ইসলাম। এবার পদটি নিজেদের করতে জোর চেষ্টায় নেমেছে আওয়ামী লীগ।