তুরস্কের এজিয়ান সাগরের উপকূলে নৌকা ডুবে ৭ শিশুসহ ১৮ শরণার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তুর্কি উপকূলরক্ষীরা একজন গর্ভবতী নারীসহ অন্তত ২৭ শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে। নৌকাটি তুরস্কের কানাককালে প্রদেশ থেকে গ্রিসের লেসবোস দ্বীপে যাচ্ছিল। পাথরে বাড়ি খেয়ে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।মারাত্মক ক্ষতিগ্রস্ত নৌকায় পানি ঢুকতে শুরু করার পরও এটি তার যাত্রা অব্যাহত রাখায় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে কানাককালের প্রশাসক জানিয়েছেন। অবশ্য নৌকায় আরো পানি ঢোকার পর তারা ফিরে আসার চেষ্টা করে কিন্তু কূলে পৌঁছানোর আগেই সেটা ডুবে যায় বলে জানান তিনি। আইআরআইবি।
Share!