মাদারীপুরের শিবচরে ডাকাতের হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।বুধবার গভীর রাতে উপজেলার উৎরাইল ইউনিয়নের নয়াবাজারে এক সৌদি প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।তবে শিবচর থানার ওসি জাকির হোসেন অবশ্য ঘটনাটিকে ডাকাতি না বলে, বলছেন চুরি।পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, নয়াবাজার এলাকার সৌদি প্রবাসী নান্নু মুন্সীর বাড়িতে গভীর রাতে একদল ডাকাত সিঁদ কেটে ঘরে প্রবেশ করে। এ সময় গৃহকর্তার বাবা মোসলেম মুন্সী(৬০) দেখে বাধা দিলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মোসলেম মুন্সীর আরেক ছেলে সোহেল মুন্সীসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।আহত সোহেল মুন্সী বলেন, আমাদের ঘরে ডাকাতি করার জন্যই ডাকাতদল প্রবেশ করেছিল। ডাকাতিকালে বাধা দিলে আমার আব্বাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারা।এব্যাপারে শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, খুনের ঘটনাটি ঠিক আছে। তবে এটি ডাকাতির ঘটনা নয়, এটি আসলে চুরি করার উদ্দেশ্যে ঘরে চোর ঢুকে হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ডাকাতের ধারালো অস্ত্রে বাবা খুন, আহত ২
Share!