টি ২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।ইনজুরির কারণে টি ২০ সিরিজেও দলের বাইরে থাকলেন সৌম্য সরকার। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও রাজকণ্যাকে সময় দিচ্ছেন।তাকেও দলে রাখা হয়নি। বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়, জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডের দলই টি-২০ সিরিজে অংশ নেবে। ওয়ানডে সিরিজের সাফল্যের পর দলে তাই কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। সৌম্য ও সাকিবের জায়গায় টি ২০-তেও জায়গা পেলেন ইমরুল কায়েস ও এনামুল হক। ওয়ানডে সিরিজে প্রথমবার ডাক পাওয়া কামরুল ইসলাম রাব্বির খেলা হয়নি ওয়ানডে সিরিজে। তিনিও রয়েছে টি ২০তে। ওয়ানডে একাদশে সুযোগ পাননি জুবায়ের হোসেন ও এনামুল হক বিজয়ও।টি ২০ সিরিজের দল : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।
টি ২০ সিরিজে বাংলাদেশ দল ঘোষণা
Share!