Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

জাতীয় পতাকার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়

জাতীয় পতাকার মর্যাদা যেনো কখনো ক্ষুণ্ণ না হয়, পতাকা সমুন্নত রাখতে সেনা সদস্যদের সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে বগুড়া সেনানিবাসে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) দেওয়ার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।এর আগে সকাল সোয়া ১০টার দিকে হেলিকপ্টার যোগে বগুড়া সেনানিবাসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে সেনাবাহিনীর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।পরে ১২ ল্যান্সারকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান করেন তিনি। চলতি দুই মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর এবং দীর্ঘ ১১ বছরর পা বগুড়ায় এটিই তার প্রথম সফর। কুন্দরহাট হাইওয়ে পুলিশ আউটপোস্টসহ আনুমানিক ১ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৫০টি উন্নয়ন প্রকল্প।সেনানিবাসে আনুষ্ঠানিকতা শেষে বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী জনসভাস্থলে স্থাপিত ডিজিটাল ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে যে প্রকল্পগুলোর উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করবেন সেগুলো হলো- নবনির্মিত ১০ তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পুলিশ তদন্ত কেন্দ্র, নন্দীগ্রাম উপজেলায় কুন্দরহাট হাইওয়ে পুলিশ আউটপোস্টসহ আনুমানিক ১ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৫০টি উন্নয়ন প্রকল্প।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে এ জেলায় উন্নয়নের নতুন অধ্যয় সূচিত হবে।তার আগমণকে সামনে রেখে শহর ও আশপাশে এলাকা সুন্দর করে সাজানো হয়েছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে সাজ সাজ রব। শেরপুরের চান্দাইকোনা থেকে বগুড়া সার্কিট হাউস পর্যন্ত প্রায় অর্ধশত কিলোমিটার পথে বিপুল সংখ্যাক তোড়ন নির্মাণ করা হয়েছে। পাড়া-মহল্লাসহ বিভিন্ন স্থানে অসংখ্য ডিজিটাল ব্যানারে ছেড়ে গেছে। বিলবোর্ডসহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ স্থানীয় নেতাদের ছবি টানানো হয়েছে। বিকালে তিনি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভা ছাড়াও প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৪টির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। জনসভায় প্রধানমন্ত্রীর কাছে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত, বিশ্ববিদ্যালয়, বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ স্থাপনসহ কয়েকটি দাবি করা হবে। বগুড়াবাসী আসা করছেন দীর্ঘদিন পরে প্রধানমন্ত্রী দাবিগুলো মেনে নিবেন। প্রশাসন তার নিরাপত্তায় নজির বিহীন প্রস্তুতি নিয়েছে। জনসভাস্থল ও আশেপাশে এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। আবাসিক হোটেলগুলো থেকে বোর্ডারদের চলে যেতে বলা হয়েছে। সড়কের পাশের বাসাবাড়িতে নতুন কোন মেহমান আসার ব্যাপারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top