চট্টগ্রাম নগরীর চকবাজার থানার মেহেদীবাগস্থ ইকুইটি সানতারা বহুতল ভবন থেকে পড়ে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম বালি আক্তার ডলি (১৪)।বুধবার গভীর রাতে ভবনের অষ্টম তলার ছাদ থেকে পরে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত ডলি ২০ দিন আগে ওই ভবনের অষ্টম তলার বাসিন্দা ব্যাবসায়ী ইমতিয়াজের ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ শুরু করে। ডলি কক্সবাজার জেলার পেকুয়ার জনৈক নুরুল আলমের মেয়ে।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ জানান, ২০ দিন আগে ব্যবসায়ী ইমতিয়াজের বাসায় কাজে যোগ দেয় ডলি। তবে সে ওই বাসায় কাজ করতে ইচ্ছুক ছিল না। চট্টগ্রামে আসার পর থেকে বাড়ি চলে যাওয়ার জন্য কান্নাকাটি করতো। কিন্তু ইমতিয়াজ ও তার পরিবার তাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় থেকে যেতে বলেন। বুধবার গভীর রাতে টয়লেটের ভেন্টিলেটর ভেঙে দুটি ওড়নার সাহায্যে অষ্টম তলা থেকে ডলি নীচে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে পাশের বেসরকারি ম্যাক্স হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা ডলিকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামে শিশু গৃহকর্মীর লাশ উদ্ধার
Share!