নেদারল্যান্ডস সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়।এখন প্রধানমন্ত্রী তার লিখিত বক্তব্য পেশ করেন। এখন তিনি সরাসরি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন।ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের আমন্ত্রণে তিন তিনের সফরে গত ৩ নভেম্বর নেদারল্যান্ড যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি।শেখ হাসিনা ৪ নভেম্বর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও নেদারল্যান্ডস শিক্ষা ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে চারটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন চলছে
Share!