এবার নওয়াজউদ্দিন সিদ্দিকির বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পর্ণস্টার সানি লিওন। পরিচালক সোহেলের আগামী ছবিতে বাজরঙ্গি ভাইজানের নওয়াজের বিপরীতে জুটিবদ্ধ হতে চলেছেন এক পেহলি লিলার এ নায়িকা।আগে এই চরিত্রের জন্য অ্যামি জ্যাকসনকে ভাবা হচ্ছিল বলে জানা গেছে। তবে সানিকে একরকম চূড়ান্ত করা হয়েছে।বাজরাঙ্গি ভাইজান ছবিতে একজন রিপোর্টারের চরিত্রে অভিনয় করেন নওয়াজ। ঈদে ঘরমুখো মানুষের ঢল নিয়ে করাচির রেল স্টেশনে একটিমাত্র সংবাদের জন্য তার কয়েকবার পিটিসি দেন এ অভিনেতা। এনিয়ে দর্শকদের মাঝে হাসির রোল পড়ে যায়। একজন কাঠখোট্টা সুপার সিরিয়াস অভিনেতা, অন্য জন লাস্যে ভরপুর। এদের দু’জনকে এক ছবিতে ভাবা যায়? তাও আবার একে অপরের বিপরীতে? কথায় তো আছে অপজিট অ্যাট্রাক্টস। তাই এই দু’জনকে এ বার পর্দায় এক সঙ্গে আনতে চলেছেন সোহেল খান।
এবার নওয়াজের বিপরীতে সানি লিওন
Share!