বাগেরহাটের মোড়লগঞ্জে পবিত্র কোরআনের কয়েকটি আয়াত সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় চপল পোদ্দার (২৫) ও মাঞ্জারুল হাসান পলাশ (৩০) নামে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে আটক করেছে পুলিশ।শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় রাতেইমোড়েলগঞ্জ থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।এছাড়া ফেসবুকের ওই ঘটনাটি কম্পিউটারে প্রিন্ট করে ছড়িয়ে দেয়ার অভিযোগে মোড়লগজ্ঞ বাজারের কম্পিটার কম্পোজ ও ফটোকপির দোকান থেকে কম্পিউটারটিও জব্দ করেছে পুলিশ।আটক চপল পোদ্দার মোড়লগজ্ঞের স্বপন কুমার পোদ্দারের ছেলে ও পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক এবং মাজ্ঞারুল হাসান পলাশ একই এলাকার মান্নান সিকদারের ছেলে ও পৌর ৫নং ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।মোড়লগজ্ঞ থানার ওসি মো. রাশেদুল আলম বলেন, আটক স্বপন কুমার পোদ্দারের ছেলে চপল পোদ্দার ও মান্নান সিকদারের ছেলে পলাশ ফেসবুকে পবিত্র কোরআনের আয়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে সেটি বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। শুক্রবার রাতে ওই মন্তব্যের পৃষ্ঠাটি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কম্পিউটার থেকে প্রিন্ট করে কয়েকশ’ কপি তারা শহরে ছেড়ে দেয়। এ ঘটনায় শহরে উত্তেজনার সৃষ্টি হয়।অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে চপল ও পলাশকে আটক ও সাংবাদিক খোকনের কম্পিউটারটি জব্দ করে।ওসি আরো জানান, তবে প্রাথমিকভাবে ওই কম্পিউটার দোকানের মালিক সমকালের উপজেলা প্রতিনিধি ফজলুল হক খোকনের এ বিষয়ে কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।ওসি জানান, নিরাপত্তাজনিত কারণে রাত ২টায় আটক ওই দুই যুবককে পুলিশ পাহারায় বাগেরহাট সদর থানায় স্থানান্তর করা হয়েছে। এছাড়া ওই দুই যুবকের বাড়ির এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।
কোরআন নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, আটক
Share!