উদ্বোধনী জুটির শতরানের পর মুশফিকের ব্যাটে জিম্বাবুয়ের বিরুদ্ধে বড় স্কোরের স্বপ্ন দেখছে বিসিবি। টসে হেরে ব্যাট করতে নেমে শতরানের উদ্বোধনী জুুটি গড়ে বিসিবি একাদশ। বৃহস্পতিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হয় ম্যাচটি। দুই ওপেনার ইমরুল কায়েস ও এনামুল হক প্রথম ১৯.৩ ওভারে ১০৫ রান সংগ্রহ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বিসিবি একাদশের সংগ্রহ ৪ উইকেটে ২১৫রান। মুশফিকুর রহিম ৫৫ ও শাহরিয়ার নাফীস ২১ রান নিয়ে ব্যাট করছেনস্পিনার গ্রায়েম ক্রেমারের বলে ম্যালকম ওয়ালারকে ক্যাচ দেওয়া ইমরুল ৬৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রান করেন। ইমরুলের বিদায়ের পরের বলেই চার মেরে ফিফটি পূরণ করেন এনামুল। কিন্তু এক ওভার বাদে ওই ক্রেমারের বলে তিনিও ইমরুলের দেখানো পথে হাঁটেন। ৫২ রান করা এনামুলকে স্টাম্পিং করেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক রিচমন্ড মুতুমবামি। ৬১ বলে ৭ চার ও এক ছক্কায় ৫২ রানের ইনিংসটি সাজান এনামুল।প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কিন্তু সদ্য ডেঙ্গু জ্বরের ধকল কাটিয়ে মাঠে ফেরা মাশরাফি এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বলে জানিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ফলে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম।প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ৭, ৯ ও ১১ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দু’দল। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে।
মুশফিকের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন দেখছে বিসিবি
Share!