টঙ্গীবাড়ীর অস্ত্র উদ্ধার অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সেন্টু ওরফে পিচ্চি সেন্টু নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ সময় সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি অত্যাধুনিক রিভলবার ও ২ রাউন্ডগুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসীদের সাথে বন্ধুক যুদ্ধে ৩ পুলিশ সদস্য এসআই জমিস, কনেষ্টোবল মিজান ও দেলোয়ার আহত হয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে। টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীর হোসেন জানান, টঙ্গীবাড়ী উপজেলার শীর্ষ সন্ত্রাসী সাজাপ্রাপ্ত আসামী সেন্টুকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানকালে বুধবার রাত সাড়ে ৩টায় উপজেলার কাঠাদিয়া ঈদগাঁ মাঠের সামনে পৌঁছালে রাস্তার পাশের উৎপেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসী সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার দলীয় সন্ত্রাসীদের গুলিতে সেন্টু ওরফে পিচ্চি সিন্টু গুরুতর আহত হয়। পরে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ২ রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, ২টি ছোড়া, কয়েক টুকরা রড উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার বিকালে উপজেলার পাইকপাড়া চৌরাস্তা এলাকা হতে ২ বছরের সাজাপ্রাপ্ত ৩ মামলার ওয়ারেন্ট আসামী পিচ্চি সেন্টুকে গ্রেফতার করে পুলিশ।
মুন্সিগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে শীর্ষ সন্ত্রাসী নিহত
Share!