ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় দেশে যেকোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।এমাজউদ্দীন বলেন, দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান আজ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়ায় যে কোনো সময় যে কেউ নিহত হতে পারে। দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব
এসময় দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সরকার অপরাধ ছাড়াই বিরোধী মতের নেতাকর্মীদের গ্রেফতার করছে অভিযোগ করে এমাজউদ্দীন বলেন, সরকার বিরোধী শক্তিকে যদি মামলা দিয়ে গ্রেফতার করে নির্বাচন করতে চায় তাহলে সেটা প্রহসন ছাড়া আর কিছুই হবে না।তিনি আরো বলেন, সরকার বিরোধী দলের ভালো ভালো নেতাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। এটা ইতিহাসে নজিরবিহীন।দেশে গণতন্ত্রের কঠিন সংকট চলছে বলেও মন্তব্য করেন এমাজউদ্দীন।
আয়োজক সংগঠন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ আলোচনা সভায় সভাপতিত্ব করেন। এসময় আরো বক্তব্য দেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ভাসানি সমর্থক পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।
Share!