লেখক- প্রকাশক হত্যা ও তাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে ঢিলেঢালাভাবে পালিত হলো গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল।
মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে যান চলাচল ছিলো অনেকটাই স্বাভাবিক। তবে গণপরিবহনের তুলনায় রাজপথে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম।
এছাড়া গাবতলী, সায়েদাবাদ, যাত্রীবাড়ী, মহাখালী থেকে যথাসময়ে ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহন। সকাল থেকেই শাহবাগে অবস্থান করছে জাণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় হত্যা ও হামলার দ্রুত বিচার দাবি করে তারা।
এদিকে হরতালের সমর্থনে রাজধানীর শান্তিনগরে মিছিল করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।
এদিকে, চট্টগ্রামে সকালে হরতালের সমর্থনে মিছিল বের করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি প্রেসক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
ওদিকে, সিলেটে শহীদ মিনার চত্বরে জড়ো হন গণ জাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় মুক্তমনা মানুষদের হত্যার প্রতিবাদ জানিয়ে শ্লোগান দেন তারা।
অন্যদিকে, ময়মনসিংহের রেলস্টেশন মোড় থেকে হরতালের সমর্থনে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এছাড়া সুনামগঞ্জ, খুলনা, বরিশাল, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে গণজাগরণ মঞ্চের হরতাল।