Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

তৃতীয় দিনের অনশনে অসুস্থ ১০ শিক্ষক

নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচির তৃতীয় দিনে দশজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এমপিওভুক্তিসহ তিন দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার তারা এই কর্মসূচি শুরু করেন।দাবি বাস্তবায়নের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি এশারত আলতিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই। আমাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি উনার (প্রধানমন্ত্রী) দৃষ্টিগোচর হয়েছে। আমরা আশা করছি, দাবি পূরণ হবে। সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট কোনো ঘোষণা না আসা পর্যন্ত অনশন চলবে।অনশনে আসা যশোরের শরিফুজ্জামান নামের এক শিক্ষক বলেন, গত শুক্রবার থেকে না খেয়ে আছি, ফুটপাতের রাস্তায় ঘুমিয়ে আছি। অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এরপরও কেউ খোঁজ নেয়নি। মরি-বাঁচি এবার এমপিও নিয়েই ঘরে ফিরব।নাসির উদ্দিন নামের আরেক শিক্ষক হাউ-মাউ করে কেঁদে উঠলেন। বললেন, শিক্ষকতা পেশায় আসায় হয়তো নিজের জীবন দিতে হবে। তিনি বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি দিলেও আমাদের এক টাকাও বেতন দেয় না। অবৈতনিক শিক্ষার কারণে শিক্ষার্থীদের কাছ থেকেও কোনো বেতন আদায় করা যায় না। ফলে আমাদের চাকরি করতে হচ্ছে বিনা টাকায়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top