দেশে যতবারই প্রকৃত খুনিদের ধরা হয়েছে তাদের প্রত্যেকের মধ্যে বিএনপি-জামায়াতের চেহারা দেখা গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, বেগম জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান মানে জামায়াত আর জঙ্গিবাদের সাথে ঐক্যের আহ্বান।
বেগম জিয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া সংসদীয় রাজনীতিতে কোনও দিনই স্বাচ্ছন্দ্য বোধ করেননি। উনি স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালনা করতে পছন্দ করতেন। যার জন্য তিনি সংসদকে তোয়াক্কা করেননি।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে গণতন্ত্রের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন। আর বেগম খালেদা জিয়া রাজনীতির খলনায়িকার ভূমিকা পালন করছেন।’
ইনু বলেন, ‘আমরা প্রকৃত খুনিকে ধরার চেষ্টা করছি। যতবার খুনিদের ধরেছি ততবারই সেই খুনির চেহারা হয় বিএনপি না হলে জামায়াত। বেগম জিয়া লন্ডনে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে উনার দুষ্কর্ম অপকর্ম আড়াল করেছেন এবং ডাহা মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।’