ঐতিহ্যবাহী বালিখাল নদীতে নৌকাবাইচ
হবিগঞ্জের বালিখাল নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
নৌকার বৈঠার তালে তালে যেমন নৌকা এগিয়ে যাচ্ছিল, তেমনি বেজে উঠেছিল বাউলসম্রাট আবদুল করিমের সেই গান- ‘কোন মিস্তিরী নাও বানাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুরপঙ্খী নাও।’
গতকাল রোববার বিকেলে প্রথমে সেমিফাইনাল ও পরে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বানিয়াচং উপজেলার বাগাহাতা গ্রামের সোনারতরী প্রথম এবং জিলুয়ার হীরারতরী নৌকা দ্বিতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীদের একটি ঘোড়া ও দ্বিতীয় স্থান অর্জনকারীদের একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়।
আয়োজক কমিটির সভাপতি আবদুল মুক্তাদির চৌধুরী অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান।