যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলেনিয়া ট্রাম্প। ট্রাম্প প্রেসিডেন্ট হলে মেলেনিয়া হবেন ফার্স্ট লেডি। তো, ফার্স্ট লেডি হিসেবে তিনি কেমন হবেন, তা নিয়ে নানা জল্পনাকল্পনা চলাটাই স্বাভাবিক। একের পর এক বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প যেমন আলোচিত-সমালোচিত, তাঁর সঙ্গী মেলেনিয়াও কম যান না!মেলেনিয়া ট্রাম্প কে, কীভাবে তাঁর উত্থান ঘটল এবং ফার্স্ট লেডি হলে তিনি কেমন হবেন, তা নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন।প্রতিবেদনে জানানো হয়, মেলেনিয়ার জন্ম স্লোভেনিয়ার ছোট্ট শহর সেভনিকায়। এটি রাজধানী লুবিয়ানা থেকে তা ঘণ্টা খানেকের পথ। ১৯৭০ সালের এপ্রিলে তাঁর জন্ম। তাঁর বাবা মেয়র দপ্তরে কাজ করতেন, পরে সফল গাড়ি ব্যবসায়ী হন। তাঁর মা পোশাকের নকশাকার হিসেবে কাজ করতেন। এখন অবশ্য এই দম্পতি ট্রাম্প-মেলেনিয়ার ছেলে ব্যারনের দেখভালের জন্য বছরের অনেকটা সময় যুক্তরাষ্ট্রে কাটান।মেলেনিয়ার পেশাগত ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি লুবিয়ানায় নকশা ও স্থাপত্যবিদ্যা বিষয়ের ওপর ডিগ্রি নিয়েছেন। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর রটে যে তিনি প্রথম বর্ষে পড়াশোনা করার সময়ই বাদ পড়েন। পরে মেলেনিয়ার এই ওয়েবসাইটটির কিছু তথ্য ঘষামাজা করা হয় এবং ওই ওয়েবসাইটটিকে ট্রাম্পের ব্যবসায়িক ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করা হয়।
কেমন ফার্স্ট লেডি হবেন মেলেনিয়া ট্রাম্প?
Share!