ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি রাজধানীবাসীর নিরাপত্তা জোরদার করতে পুরো নগরীকে সিসিটিভির আওতায় আনতে কাজ শুরু করেছে ।
তারা বলছে, এর ফলে অপরাধী শনাক্ত করা আরো সহজ হবে। রাজধানীর বেশ কয়টি স্থানে অপরাধ দমন ও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয় সিসি ক্যামেরার ছবি দেখে। এই অবস্থায় পুরো রাজধানীকে সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ শুরু করেছে ডিএমপি। ইতোমধ্যে বসানো হয়েছে লালবাগ, আজিমপুর, গুলশান, বারিধারা, বনানী, মহাখালিসহ রাজধানীর বেশ কয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ৬শ ৪২টি সিসি ক্যামেরা। আরো ৫শ ৫৮টি সিসি ক্যামেরা বসানো হবে বলে জানান উপ-পুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান। ডিএমপি জানায়, তাইওয়ান থেকে আনা উচ্চক্ষমতা সম্পন্ন ক্যামেরাগুলো বসাতে মোট ব্যয় হবে ১৫ কোটি টাকা।
রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে ৬শ ৪২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে
Share!