গতকাল শুক্রবার কলকাতার টাউন হলে পশ্চিমবঙ্গের সীমান্ত সংলগ্ন প্রতিটি জেলার পুলিশ সুপারদের নিয়ে এক প্রশাসনিক বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মমতা বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালান এবং অন্যান্য অপরাধ বন্ধে সীমান্তবর্তী পশ্চিবঙ্গের জেলাগুলোর প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া মালদহ, মুর্শিদাবাদ, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকায় অপরাধ দমনেও এসব এলাকার কর্মকর্তাদের কড়া নজর রাখার নির্দেশ দেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Share!