Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

পহেলা জুন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একমাস ১৭ দিন গ্রীষ্মকালীন ছুুটি শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পহেলা জুন থেকে গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে একমাস ১৭ দিন ছুুটি শুরু হচ্ছে। আগামী ১৭ জুলাই পর্যন্ত এই ছুটি চলবে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে ৩ জুনের মধ্যে আবাসিক হল ছাড়ার নির্দেশ দিয়েছে।

তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক বলেন, ১ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এবং ১৮ জুলাই থেকে আগের মত যথারীতি ক্লাস পরীক্ষা চলবে। তবে রমজান মাসে সকাল নয়টা থেকে দুুপুর দুইটা পর্যন্ত সকল ধরনের প্রশাসনিক কার্যক্রম চলবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড.ইকবাল হোছাইন বলেন, গ্রীষ্মকালীন, পবিত্র মাহে রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের উপলক্ষে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ৩ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। ১৭ জুলাই সকাল নয়টায় হলগুলো খুলে দেয়া হবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top