Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

বিএসএফের গুলিতে এক কিশোর নিহত

চুয়াডাঙ্গার জীবননগর বিএসএফের গুলিতে এক কিশোর নিহত হয়েছেন বলে জানিয়েছে বিজিবি।শনিবার সকালে নুতনপাড়া সীমান্তে শিহাব উদ্দীন সজল নামে ওই কিশোর নিহত হন।নিহত শিহাব আম ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।বিজিবি, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তের গোয়ালপাড়া গ্রামের মাহাবুল ইসলামের ছেলে শিহাব নতুনপাড়া সীমান্তের তারকাটার এপাশে অবস্থিত ভারতীয় এক নাগরিকের বাগানের আম কেনেন। সকালে ঐ বাগানের আম পাড়ার জন্য নিহত শিহাব একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (১৮), মোমিনুল ইসলামের ছেলে বিপ্লব (১৯) ও জামাত আলীর ছেলে আলমকে (১৯) আটক করে।আম পাড়ার সময় ভারতের ১১৩ বিএসএফের বানপুর ধনিঞ্চার ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধরে নির্যাতন চালায়। নির্যাতনের একপর্যায়ে ৪ আম ব্যবসায়ী বিএসএফের কবল থেকে পালানোর চেষ্টা করে। এসময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে শিহাব গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।আহত শিহাবকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনা আফরিন লিয়া তাকে মৃত ঘোষণা করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top