Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত

ফরিদপুরে এক অটোরিকশাচালককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।আজ সোমবার বিকেলে ফরিদপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।২০১১ সালে নিহত হন অটোরিকশাচালক রিপন শেখ (৩৫)। নিহত রিপন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকনবাড়িয়ার বাসিন্দা ছিলেন।দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, উসমান চোকদার, হাসান চোকদার ও মামুন মাতুব্বর।ফরিদপুরের জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী খসরুজ্জামান দুলু জানান, ২০১১ সালের মার্চের প্রথম সপ্তাহে রাত ৮টার দিকে অটোরিকশাচালক মো. রিপন শেখকে ভাড়ার কথা বলে তিনজনে নিয়ে যায়। এর পর তাকে আর পাওয়া যায়নি।খসরুজ্জামান জানান, ১৭ মার্চ পার্শ্ববর্তী মাদারীপুর জেলার শিবচর এলাকায় রিপনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরনের কাপড় ও পায়ের জুতা দেখে রিপনের পরিবার  লাশ শনাক্ত করে।এই ঘটনায় ১৯ মার্চ ভাঙ্গা থানায় রিপনের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে তিনজনকে সামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।মামলায় দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামি উসমান চোকদার, হাসান চোকদার ও মামুন মাতুব্বরকে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।আইনজীবী খসরুজ্জামান জানান, রায় ঘোষণার সময় আসামি তিনজন আদালতে উপস্থিত ছিলেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top