Saturday , 28 September 2024
সংবাদ শিরোনাম

বিএসএফের গুলি, কৃষক আহত

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের ময়নাগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী_বিএসএফের গুলিতে এক কৃষক আহত হয়েছেন। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. দেলোয়ার হোসেনের (৩০) বাড়ি সাতমেরা ইউনিয়নের খেকিপাড়ায়। তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ময়নাগুড়ি সীমান্তের খেকিপাড়া এলাকায় করতোয়া নদীর চরে আজ দুপুরে রোপণকৃত ধান কাটছিলেন দেলোয়ারসহ কয়েকজন। এ সময় ভারতের ব্রহ্মণবস্তি বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে।  এতে দেলোয়ারের বাম উরুতে গুলি লাগে। স্থানীয় লোকজন তাৎক্ষণিক গুলিবিদ্ধ অবস্থায় দেলোয়ারকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মো. নওশাদ দেলোয়ারকে দেখতে হাসপাতালে আসেন।  এ সময় তিনি জানান, কী কারণে বিএসএফ গুলি ছুড়েছে সে ব্যাপারে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে কর্মকর্তা পাঠানো হয়েছে। বিজিবির মীরগড় কোম্পানি কমান্ডার সুবেদার মীর নজরুল ইসলাম জানান, গুলি করার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফের ১০৯ ব্রহ্মণবস্তি কোম্পানিকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। আজ বিকেলে যেকোনো সময় ওই সীমান্তের মেইন পিলার ৪২২ এর ৪৩ সাব পিলার এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top