Sunday , 17 November 2024
সংবাদ শিরোনাম
সচিবালয়কে ডিসেম্বরের মধ্যে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা

সচিবালয়কে ডিসেম্বরের মধ্যে প্লাস্টিকমুক্ত করার ঘোষণা

আগামী ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিকমুক্ত (ওয়ানটাইম বা একবার ব্যবহৃত) করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

 

রিজওয়ানা হাসান বলেন, ১ নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে এবং ধীরে ধীরে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা পলিথিন ব্যবহার বন্ধে উদ্বুদ্ধের কাজ করবে। এ ছাড়া বিভিন্ন সুপারশপে গিয়ে প্রাথমিকভাবে মনিটর করবে তারা।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত দোকান-মালিক সমিতির প্রতিনিধিরা অনুরোধ করে বলেন, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেউ না মানলে শুরুতেই যেন কঠিন পদক্ষেপ না নেওয়া হয়।

এদিকে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা হচ্ছে পরিবেশ অধিদপ্তরে। যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top