বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১নং গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া শালজোড় গ্রামে স্বর্গীয় যোগেন্দ্রনাথ চংদার -আশুতোষ-মহাশয় কতৃক প্রতিষ্ঠিত গোবিন্দপাড়া সার্বজনীন রাধা গোবিন্দের মন্দিরের ভিত্তি প্রস্থ স্থাপন ও এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মে ২০২২) দুপুরে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিজন সরকারের সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার সন্জ্ঞীব কুমার ভাটী।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন,
রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ ইব্রাহিম হোসেন,বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ জাকিরুল ইসলাম সান্টু।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ হাট-,হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আফজাল হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুরাত আলী প্রাং, মন্দির কমিটির সভাপতি অনুপ কুমার (টুটুল), ও সাধারণ সম্পাদক গোপেশ চন্দ্র চংদার,ইউপি সদস্য আফজাল হোসেন,প্রভাষক রুপশ্রী রানী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন ১নং গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান,ইউপি সদস্য শহিদুল ইসলাম। পরিচারলনা করেন সহকারী অধ্যাপক বাগচী নিরঞ্জন কুমার।