দেশের মাটিতে যখন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ, তখন ভারতে আইপিএল নিয়ে ব্যস্ত মুস্তাফিজুর রহমান। দেশের সেরা এই পেস তারকা টেস্ট খেলতে চান না। এটা নিয়ে বিসিবিও তার ওপর বিরক্ত। দেশের ক্রিকেটাঙ্গনের একাংশ বলছে, মুস্তাফিজকে টেস্ট খেলতে বাধ্য করা হোক।
আরেক পক্ষ বলছে, এটা ফিজের ব্যক্তিগত ব্যাপার। জাতীয় দলের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও মনে করেন, টেস্ট খেলা বা না খেলা মুস্তাফিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের ডোনাল্ড বলেন, ‘বাই দা ওয়ে, আমি কিন্তু ফিজের বিরাট ভক্ত। আমার মতে, সে সাদা বলের দুর্দান্ত বোলার। এটা (টেস্ট না খেলা) সবসময়ই কঠিন এক প্রশ্ন হয়ে থাকবে। ক্রিকেটাররা কেউ এই পথ বেছে নেয়, কেউ অন্য পথ। ইংল্যান্ডের নতুন ক্রিকেট পরিচালকের কথা পড়েছি আমি যে, ছেলেরা একসময় ১২ মাসজুড়ে প্রস্তুত থাকত, এখন থাকে ৯ মাস। চূড়ান্ত তাই কোনটিকে ধরে নেবেন?’
আন্দ্রে রাসেলের উদাহরণ টেনে সাবেক প্রোটিয়া গ্রেট আরও বলেন, ‘এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার। আমরা এটা নিয়ে মুস্তাফিজের সঙ্গে বসে কথা বলতে পারি। তবে এটা ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যক্তিগত। বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারই এরকম করেছে। আন্দ্রে রাসেলের কথা তো জানেনই, গ্রেট আন্দ্রে রাসেল, সেও তো বেছে নিয়েছে। তাকে যখন আমি প্রথম দেখি নাইটসে, তখন সে ১৫০ কিলোমিটার গতিতে বল করে, ব্যাট হাতে ১১০ মিটার লম্বা ছক্কা মারে। আমার মনে হয়েছিল, দুনিয়ার সেরা ক্রিকেটার সে। কিন্তু তার শরীর টেস্ট ক্রিকেটের জন্য তৈরি ছিল না এবং সে সংক্ষিপ্ত সংস্করণই বেছে নিয়েছে। আমাকে কিছু বলতে বললে আমি বলব, এটা ব্যক্তিগত পছন্দের ব্যাপার এবং আমি এটা নিয়ে নাড়াচাড়া করতে চাই না। ‘