বাগমারা প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ১২ নম্বর ঝিকরা ইউনিয়ন পরিষদে ২০২১- ২০২২ অর্থ বছরের ভি জি ডি কার্ড এর চাউল বিতরন করেন ।
২১ মার্চ ২০২২ সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদে। এসময় উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিকরা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মাহামুদুল হাসান, ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মোসারফ হোসেন, ইউনিয়ন সচিব মোঃ মুক্তাদিরুল ইসলাম সোহাগ, ইউপি সদস্য মোঃ পরেশ উল্ল্যা, মোঃ মকলেছুর রহমান, মোঃ শাহাদৎ হোসেন, মোঃ মোবারক হোসেন মঞ্জু,মোঃ কায়েম ফৌজদার, মোঃ আব্দুল জব্বার চৌরদার, মোঃ ইয়াহিয়া আল -মামুন, মহিলা সদস্য মোছাঃ নাছিমা বিবি, মোছাঃ শান্তি বিবি, মোছাঃ মোরশেদা বিবি, মোঃ মিলন হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
রফিকুল ইসলাম চেয়ারম্যান বলেন, ভিজিডি কার্ড এর চাউল নিতে কোন টাকা পয়সা লাগে না । যদি কোন ব্যক্তি আপনাদের কাছে এ ধরনের প্রস্তাব দেই তা হলে, সরাসরি আমাকে বলবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। তিনি এই প্রতিবেদকে জানান ইউনিয়নের ১৪৩ জনের মধ্যে এই চাউল বিতরন করা হয়েছে।
ঝিকরা ইউনিয়ন ভিজিডি কার্ডের চাউল বিতরণ