বাংলাদেশে অবস্থানরত কর ফাঁকিবাজ বিদেশি নাগরিকদের ধরতে টাস্কফোর্স গঠন করবে সরকার। কঠোর নজরদারিতে আনা হচ্ছে নিয়োগদাতা প্রতিষ্ঠানকেও। আর বিদেশি নাগরিকদের ডাটাবেজ তৈরি করে অভিযান চালানো হবে মাঠ পর্যায়ে। এসব তথ্য জানিয়েছেন, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
আর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জানান, বিদেশিদের নজরদারিতে আনতে পাসপোর্ট ও ওয়ার্কপারমিট খতিয়ে দেখা হবে। মঙ্গলবার এনবিআরে অনুমোদনহীন বিদেশি নাগরিক এবং তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য আয়কর ও জরিমানা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে, চ্যানেল ২৪ কে এসব কথা জানান তারা।
Share!