বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা, শিশু পারিবারিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ও পরিবার পরিকল্পনা বিভাগ/ স্থাণীয় সরকার এবং ডাসকোর উদ্যোগে আলোচনা সভা ২৮ ফেব্রুয়ারী ২০২২ সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ঝিকরা ইউনিয়ন পরিষদ নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এ্যানি নকরেক (A C) পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. কুস্তরী আমিনা কুইন-(D.D.F.P)। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন আবু মাসুদ খাঁন- (U.F.P.O)। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন ডাঃ উম্মে সাদিয়া (MOMCHFP)। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোঃ তোজাম্মেল হক ব্যবস্থাপক ডাসকো। মোছাঃ সবিতা বুলবুলি মল্লিক ( P O H)। মোঃ ইব্রাহীম খলিল (P O C H)। মোঃ শরিফুল ইসলাম ডাসকো প্রতিনিধি বাগমারা । ঝিকরা ইউনিয়ন আ,লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোঃ মানিক প্রামানিক। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের বিনামুল্যে চিকিৎসা দেওয়া হয়।
প্রায় গর্ভকালিন মাকে সরকার কর্তৃক সন্মানী প্রদান করা হয়। বাল্যবিবাহ রোধসহ কোন নারী ২০ বছরের পুর্বে যেন বাচ্চা নিতে না পারে সে বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার পরিকল্পনার ৭টি পদ্ধতি রয়েছে যা প্রত্যেক নাগরিকের জন্য বিনামুল্যে সরবরাহ করা হয়। প্রত্যেক গর্ভকালীন মাকে বিনামুল্যে চারটি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ঝিকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কি কি সেবা দেওয়া হয় সে গুলো হলো- ,, গর্ভকালীন পরিচর্যা ,, প্রসব সেবা ,, প্রসব পরবর্তী সেবা ,, পরিবার পরিকল্লপনা সেবা ,, প্রাথমিক স্বাস্থ্য সেবা ,, পুষ্টি সেবা।
এ সময় আরো উপস্তিত ছিলেন মোঃ আব্দুল মজিদ এফ পি আই , ঝিকরা ইউনিয়নের এইচ এ, এ ডব্লিউ এ এবং ঝিকরা ইউনিয়ন পরিষদের নব- নির্বাচিত সংরক্ষিত সদস্য ও সাধারণ ইউপি সদস্য, ঝিকরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সহ- প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় মোঃ মোজাম্মেল হক (SACMO)।