বাগমারা প্রতিনিধি: গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রাজশাহীর বাগমারা উপজেলার ১২ নং ঝিকরা ইউনিয়নে প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম। আর প্রথম বারের মতো পছন্দের প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে পেয়ে আনন্দে ভাসছে ঝিকরা ইউনিয়নবাসী। তাইতো নির্বাচন পরবর্তী ওয়ার্ড পরিদর্শনে গেলে বিভিন্ন বয়সী নারী-পুরুষেরা ফুলের মালা গলায় পড়িয়ে দিয়ে বরণ করে নিচ্ছেন নবনির্বাচিত চেয়ারম্যানকে, কেউবা উপহার সামগ্রী তুলে দিচ্ছেন প্রিয় জনপ্রতিনিধির হাতে।
সরেজমিনে বৃহস্পতিবার বিকেলে ঝিকরা ইউনিয়নের মদাখালী বাজার, ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বাজার, কালিগঞ্জ বাজার, ভানসিপাড়া পাড়া বাজার, ঝিকরা বাজার, রনশিবাড়ি বাজার, চকসেউজবাড়ি বাজার, বারুইপাড়া বাজার, রায়নগর বাজার, গ্রামে গেলে এ দৃশ্য চোখে পড়ে।
এসময় দেখা যায় নারী-পুরুষরা দল বেধে চেয়ারম্যানকে এক নজর দেখার ও কুশল বিনিময় করতে ছুটে আসছেন। নবনির্বাচিত চেয়ারম্যানও প্রত্যেকের সাথে কুশল বিনিময় করছেন এবং তাদের নানা সমস্যা নোট করে রাখছেন।
কুশল বিনিময় করতে আসা হাজেরা নামে এক সত্তোর্ধ বয়সী নারী জানান, “ নব-নির্বাচিত চেয়ারম্যান খুব ভালো মানুষ।একেবারে খালি হাতে ফিরে দিবে না, এবারে আমার বয়স্ক ভাতারও কার্ড করে দিবে আমরা তাকে চেয়ারম্যান করিছি”।
১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম প্রামানিক বলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম ঝিকরা ইউনিয়নের কারা নির্যাতিত নেতা, ইউনিয়ন আওয়ামীলীগে দুইবারের সাবেক -সাধারণ সম্পাদক ছিলেন, ইউনিয়নবাসীর সুখ-দূঃখে পাশে ছিলো বলে ইউনিয়নবাসি এবার তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করেছে।
নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন , চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে এলাকার উন্নয়ন ও জনগণের সেবা দিতে কোনো গাফিলতি করবোনা, সাধ্যমতো সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করবো, আগামী পাঁচ বছর যাতে এলাকার উন্নয়ন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি