Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

শেখ হাসিনা বেঁচে থাকলে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের সাধারণ মানুষের প্রয়োজনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেঁচে থাকার প্রয়োজন আছে। শেখ হাসিনা বেঁচে থাকলে আমাদের ভাগ্য উন্নয়ন হবে বলে তিনি মন্তব্য করেছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় পোরশা উপজেলার সারাইগাছী হাই স্কুল মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে অনগ্রসর নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধিনে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের বকনা গরু ও বিভিন্ন উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিয়েছিলেন দেশের সকল গ্রামে শতভাগ বিদ্যুৎ দেবেন। বর্তমানে দেশের সকল গ্রামে শতভাগ বিদ্যুৎ দেওয়া হয়ে গেছে। সুপেয় পানির জন্য পানির পাম্প দেওয়া হয়েছে। এখন আর পানির জন্য হাঁহাকার করতে হয়না। নিজ দেশের টাকায় পদ্মা সেতু করা হয়েছে। মেট্রো রেল হচ্ছে। আধুনিক যুগে ঘরে বসে ছেলে-মেয়েরা ইন্টারনেটে দেশি-বিদেশি টাকা ইনকাম করছে। করোনাকালীন সময়ে দেশের মানুষের মোবাইলে টাকা দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন জামায়াত-বিএনপিসহ সকল দলের লোকজন ভোগ করছে। দেশের মানুষের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা বেঁচে থাকলে এ দেশ এবং দেশের মানুষের আরও উন্নয়ন হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহির উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লাহ উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্ত ডা. শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠান শেষে খাদ্যমন্ত্রী ৫০টি আদিবাসী পরিবারকে ৫০টি বকনা গরু, ১০জন আদিবাসী নারী শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top