আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করতে হবে। ঢালাও অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। কখন, কোথায়, কে ঘটনা ঘটিয়েছে এগুলো উল্লেখ থাকতে হবে অভিযোগে। আজ সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন জেলা থেকে প্রার্থী এবং বিএনপির উত্থাপিত মনোয়নপত্র দাখিলে বাধা ও প্রার্থীদের হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলাম একথা বলেন। ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, অদৃশ্য কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইউপিতে জোটগত নির্বাচনের কোনো সুযোগ নেই। এজন্য কোনো বিধিবিধানও নেই। খুব ক্লোজলি পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে উল্লেখ করে এ কর্মকর্তা বলেন, যেহেতু ইউপি অনেক বড় নির্বাচন, তাই সব জায়গায় আমাদের কর্মকর্তা নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। তবে সরকারের প্রশাসনের জনবল নিয়োগ করা হয়েছে। এতে সমস্যা হবে না। তিনি জানান, সরকারি কর্মকর্তাদের মাধ্যমে আগেও সুচারুরূপে নির্বাচন সম্পাদন করা হয়েছে। এবারও হবে।
সিরাজুল ইসলাম আরও বলেন, এক্ষেত্রে আমরা কেন্দ্র থেকে পর্যবেক্ষণ করবো। এছাড়া আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারাও ভোটগ্রহণে দায়িত্বরতদের পর্যবেক্ষণ করবে। ইউপি নির্বাচন যেহেতু সংখ্যাগত দিক দিয়ে একটা বড় নির্বাচন, সেহেতু নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থী সমান। সে স্বতন্ত্র বা দলের প্রার্থী হোক। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।