পরিবহণ ধর্মঘটের কারণে ট্রেনে যাত্রীদের চাপ সামাল দিতে অতিরিক্ত ২২টি বগি সংযোজন করেছে রেল কর্তৃপক্ষ। শনিবার কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ধর্মঘট থাকার কারণে ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। আমাদের যাত্রী দ্বিগুণ হয়েছে। আমরা বিভিন্ন ট্রেনে ২২টি অতিরিক্ত বগি যোগ করেছি। প্রয়োজনে আরও যোগ করা হবে।
যাত্রীদের চাপ কমাতে স্ট্যান্ডিং টিকেট চালু করা হবে কি না- জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার বলেন, আমরা সম্পূর্ণ স্বাস্থবিধি মেনে যাত্রীদের উঠাচ্ছি। এখানে স্ট্যান্ডিং টিকিট বিক্রির কোনো নির্দেশনা এখনো আসেনি।
ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিকরা শুক্রবার থেকে বাস-ট্রাক চালানো বন্ধ রেখেছে। ভাড়া বাড়ানোর বিষয়ে আগামীকাল রোববার বৈঠক ডেকেছে বিআরটিএ, তার আগ পর্যন্ত বাস নামছে না সড়কে। এই পরিস্থিতিতে দূরগামী যাত্রীরা ট্রেনমুখো হওয়ায় চাপ সামলাতে হচ্ছে রেল বিভাগকে। তবে অগ্রিম টিকিট বিক্রি হয়ে যাওয়ায় শনিবার যারা কমলাপুর স্টেশনে গেছেন, তাদের অধিকাংশই ট্রেনের টিকিট পায়নি।