Friday , 1 November 2024
সংবাদ শিরোনাম

এখনো চলছে ঝুঁকিপূর্ণ নৌ-যাতায়াত

মানিকগঞ্জের পাটুরিয়ায় ভয়াবহ লঞ্চ দুর্ঘটনার একবছর আজ। গত বছর সেই দুর্ঘটনায় নিহত হয় ৮০ জন। এরপর যাত্রী নিরাপত্তায় নানা ব্যবস্থা নেয়ার কথা থাকলেও তা কেবল আশ্বাসের বেড়াজালেই বন্দী। অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চ পারাপার যেমন থামেনি, তেমনি যাত্রী নিরাপত্তায় লাইফ জ্যাকেট কিংবা বোটও অপর্যাপ্ত।

তবে বিষয়টি স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে, ঘাট কর্তৃপক্ষ।

পাটুরিয়া দৌলতদিয়া ঘাটে এক বছর আগের এই দিনে ঘটে এক ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা। তাতে প্রাণ হারায় অন্তত ৮০ জন। এরপর যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে বিভিন্ন ব্যবস্থা নেয়ার আশ্বাস মেলে ঘাট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছ থেকে।

তবে দিন গড়ানোর সাথে সাথে সেসব আর বাস্তবে রুপ পায়নি। মান্ধাতা আমলের ছোট আকৃতির লঞ্চ দিয়ে চলছে যাত্রী পারাপার। নেয়া হয় ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী। নেই নিরাপত্তার জন্য  দরকারী উপকরণ।

এসব অভিযোগ স্বীকার করেছেন লঞ্চের মাস্টাররাও।

ঘাট ও বন্দর কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি জেনেও এতদিনে ব্যবস্থা নেয়নি। তবে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে বলে দাবি করেছেন। আর দিয়েছেন যথারীতি ব্যবস্থা নেয়ার আশ্বাস।

এই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ রুটে ৩৫টি লঞ্চ দিয়ে চলে যাত্রী পারাপার।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top