বাংলাদেশসহ বিদেশি কর্মী নেওয়া স্থগিতের যে ঘোষণা দিয়েছে মালয়েশীয় সরকার, তা প্রত্যাহারের দাবি জানিয়েছে, দেশটির ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের বিভিন্ন সংগঠন। এমন খবর দিয়েছে, সেখানকার গণমাধ্যমগুলো।
খবরে বলা হয়, পেনাং চেম্বার অব কামার্সের সভাপতি দাতুক সেরি সুট সেং সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানান। তার মতে, এই সিদ্ধান্তের ফলে দেশটির নির্মাণ, উৎপাদন ও সেবাখাতে দুর্ভোগ নেমে আসবে। সেরি সুটের দাবি, এসব খাত প্রায় শতভাগ বিদেশি শ্রমিক নির্ভর। এছাড়া মালয়েশিয়া উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি দাতুক সেরি কিম হক বলেন, সরকার কম বেতনের বিদেশি শ্রমিকদের কাজ করতে না দিলে, উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। তবে, অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক হারুন আল রশিদ টেলিফোনে চ্যানেল টোয়েন্টিফোরকে জানিয়েছেন, সরকারের দুর্নীতি ও শ্রমিক ইউনিয়নের চাপে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী বিদেশি শ্রমিক নিয়োগ স্থগিতের ঘোষণা দিয়েছেন।