জেলা প্রতিনিধি:
নোয়াখালী জেলা চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের নয়াব বাড়ীর মহিন উদ্দিনের মেয়ে মালিয়া বিনতে মহিন (১৩) কে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে শাকিল নামক একটি তুলে নিয়ে যায় । সে খিলপাড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। খবর পেয়ে মালিয়ার মা শিরিন আক্তার বাদি হয়ে চাটখিল থানায় অভিযোগ করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, ফেনীর দারগার হাটের আবদুল লতিফের ছেলে গোলাম মোস্তফা শাকিল (২২) সহ অজ্ঞাতনামা আরো একজন ঐ ছাত্রীকে সকালে স্কুলে যাওয়ার পথে অপরহণ করে নিয়ে যায়।
এই বিষয়ে জানতে চাইলে খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন জানান, ঘটনা জানার পর তিনি ফেনীতে শাকিলের বাড়িতে গিয়েছেন। সেখানে গিয়ে শাকিল-মালিয়া কাউকে পাননি। তবে শাকিলের পরিবার জানিয়েছে মালিয়া-শাকিলের প্রেম ভালোবাসা থাকায় তারা পারিবারিক বিয়ের প্রস্তাব করেছে কিন্তু মালিয়ার মা ঐ প্রস্তাবে রাজি না হওয়ায় শাকিল -মালিয়াকে নিয়ে পালিয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐ ছাত্রীর সাথে শাকিলের ফেসবুকে পরিচয় থাকার সুবাধে শাকিল-মালিয়া প্রেম ভালোবাসার সম্পর্ক থাকায় সোমবার সকালে শাকিল তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে খিলপাড়ায় আসে। সেখানে আসলে মালিয়া শাকিলের সাথে চলে যায়। স্থানীয়রা বলেন, এটা মূলত প্রেম জনিত ঘটনা।
এলাকাবাসীর জানায়, অল্প বয়সী একটি মেয়ে তার নাটকীয় প্ল্যান পরিকল্পনা সমাজের জন্য কলংকের দাগ লাগিয়ে দিয়েছে। তাছাড়া এটা বাল্য বিবাহের সামিল। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনি এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন কোন অল্প বয়সী ছেলে-মেয়ে এসব কর্মকান্ডে জড়িত না হয়।
এই ব্যাপারে চাটখিল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ন কবির জানান, ছাত্রীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে।