ঢাকার অদূরে ধামরাইয়ে সোনালী ব্যাংকের ছাদ কেটে ডাকাতির চেষ্টা ও বন্দুকযুদ্ধের ঘটনায় ৪টি মামলা করেছে র্যাব। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে যে ভবনে সোনালীর ওই শাখা, তার মালিকের ছেলে রেজাউল করীমকে আটক করেছে।শুক্রবার গভীর রাতে র্যাব-৪ এর ওয়ারেন্ট অফিসার বদরুদ্দিন আহম্মেদ অস্ত্র, মাদক, ডাকাতি চেষ্টা ও অপমৃত্যুর ধারায় এই চারটি মামলা করেন।ধামরাই থানার ওসি রিজাউল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মামলা হওয়ার পর গভীর রাতে অভিযান চালিয়ে পৌর এলাকা থেকে ওই ভবনের মালিকের পুত্র রেজাউল করীমকে আটক করা হয়েছে।” মামলা চারটি তদন্তের দায়িত্ব পেয়েছেন ধামরাই থানার এসআই নিজাম উদ্দিন। তিনি জানান, রেজাউলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোনো মামলাতেই এখনও তাকে আসামি করা হয়নি।র্যাবের অভিযানের সময় রিয়াজ উদ্দিন প্লাজা থেকে যাদের গ্রেফতার করা হয়েছিল, কেবল তাদের নামই এজাহারে উল্লেখ করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা জানান
সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনার ৪ মামলা
Share!