পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট বিশ্বঐতিহ্য সুন্দরবন পরিদর্শনে গিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে সুন্দরবনের হিরণ পয়েন্টে পৌঁছান তিনি।
খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের হিরণ পয়েন্টে পৌঁছানোর পর রাষ্ট্রপতি সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য ঘুরে দেখছেন।
বিশ্বঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে করে পটুয়াখালী যাবেন রাষ্ট্রপতি। সেখানে নবনির্মিত পায়রা সমুদ্র বন্দর ও সাগর কন্যা কুয়াকাটার দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরে দেখবেন তিনি।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসানের বরাত দিয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান , রাষ্ট্রপতির সঙ্গে ৩০ জন সফরসঙ্গী রয়েছেন।