অব্যাহত বিতর্কের মুখে মীর কাসেম আলীর মামলা থেকে সরে দাঁড়ালেন সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী।
সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগে মামলাটির শুনানি শুরু হয়। এ সময় নজরুল ইসলাম চৌধুরী জানান, তিনি আর এই মামলা পরিচালনা করবেন না।
এর আগে, গেলো বৃহস্পতিবার, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মীর কাসেমের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন সাবেক এই বিচারপতি। এতে সমালোচনার মুখে পড়েন তিনি। এদিকে, হাইকোর্ট থেকে অবসরে যাওয়ার পর বিচারপতিদের আপিল বিভাগে মামলা পরিচালনার ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেছেন এক আইনজীবী।