ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জে ইকুরিয়া বিআরটিয়ের পাশে ব্রিজের ঢালে সিএনজি- ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিএনজি চালক ইসমাইল মোল্লা (৪২) ঘটনাস্থলে নিহত হয়েছে। পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে।
আজ সোমবার দুপুর ১টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ হাসনাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ঘোষকান্দাগ্রামে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকটি পোস্তগোলা ব্রিজের ঢাল দিয়ে যশোরের দিকে যাচ্ছিল। এ সময় সিএনজিটি কোন্ডা থেকে যাত্রী নিয়ে ব্রিজের ঢালের ইউটার্ন নিতে গেলে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
নিহত ইসমাইল মোল্লার স্ত্রী জরিনা বেগম জানান, আমরা আজ নিঃস্ব হয়ে গেলাম। লোন করে গাড়িটা কিনেছিলাম। আমি এখন দুই সন্তান নিয়ে কোথায় যাব।
হাসাড়া হাইয়ে থানা পুলিশের ইন্সপেক্টর ইনচার্জ সৌরভ হোসেন বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি। নিহতের লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।