ব্যবসা-বানিজ্যসহ নানা বিষয়ে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে চায়, ফিলিস্তিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সাথে সংক্ষিপ্ত বৈঠকে এ কথা বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বৈঠক শেষে সাংবাদিকদের এ সব কথা জানান, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালিকি। বলেন, বাংলাদেশে সরকারি সফরে তার দেশের শীর্ষ কর্মকর্তাদের আগ্রহ রয়েছে। এর আগে, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে রাতে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
রাত পৌনে ১টায় বিমান বন্দরে এসে পৌছান তিনি। তাকে অভ্যর্থনা জানান, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীসহ শীর্ষ কর্মকর্তারা। রাত ২টার পর ঢাকা ছাড়েন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট। মূলত জর্ডান থেকে টোকিও যাওয়ার পথে বিমানে জ্বালানি তেল নিতে, ঢাকায় বিরতি নেন মাহমুদ আব্বাস।