বিরোধীদের কাছ থেকে পুরো সিরিয়ার নিয়ন্ত্রণ নিতে পারবে সরকারি বাহিনী। সংবাদমাধ্যম এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বললেন, দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
তিনি বলেন, এই যুদ্ধে আঞ্চলিক শক্তিগুলো জড়িত থাকায়; সময় বেশি লাগবে। আর এ জন্য অনেক মূল্যও দিতে হবে। একইসাথে জাতিসংঘের আনা যুদ্ধাপরাধের অভিযোগ নাকচ কোরে দেন তিনি। এই সাক্ষাৎকারের পরপরই আসাদকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়, সিরিয়ার বিরোধী দলগুলো।
যদিও, বৃহস্পতিবার জার্মানির মিউনিখে, সিরিয়ায় যুদ্ধবিরতি প্রস্তাবে একমত হয়, বিশ্ব পরাশক্তিগুলো।
Share!