আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ইতিমধ্যে যেসব মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কিংবা প্রক্রিয়াধীন রয়েছে তার কোনো পরিবর্তন হবে না।
তবে ভবিষ্যতে অনেক অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড রহিত করার বিষয়টি ভেবে দেখছে সরকার। সচিবালয়ে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সাথে বৈঠকের পর এ কথা জানান তিনি।
বলেন, আদালতের বর্তমান পরিস্থিতিতে বিচারক ও বিচারপতিদের আচরণবিধি ও নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। জানান, এ নিয়ে কথা বলবেন প্রধান বিচারপতির সাথে। এছাড়া ব্লগার হত্যাকাণ্ড নিয়ে ইইউ প্রতিনিধি দল উদ্বেগ প্রকাশ করলে আইনমন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে যথেষ্ট আন্তরিক সরকার।
Share!