২০১৯ সালের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই মধ্যে এই প্রকল্পের দশ শতাংশ কাজ শেষ হয়েছেও বলে জানান তিনি।
বুধবার রাজধানীর খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন যে, ২০২০ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে অগ্রগতি তার চেয়ে বেশি। ফলে নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। পরে, কুড়িল বিশ্বরোড এলাকায় ফিটনেসবিহীন গাড়ি ও যানবাহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করেন মন্ত্রী।
বুধবার রাজধানীর খিলক্ষেতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন যে, ২০২০ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে অগ্রগতি তার চেয়ে বেশি। ফলে নির্ধারিত সময়ের আগেই নির্মাণকাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। পরে, কুড়িল বিশ্বরোড এলাকায় ফিটনেসবিহীন গাড়ি ও যানবাহনে ভাড়ার তালিকা না থাকায় জরিমানা করেন মন্ত্রী।
Share!