নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালা মারা গেছেন।
সকালে দেশটির রাজধানী কাঠমাণ্ডুর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ক্যান্সার-সহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন সুশীল কৈরালা।
২০১৪ সালে দেশটির ৩৭ তম প্রধানমন্ত্রী হন তিনি। নেপালি কংগ্রেসের মহাসচিব জানান, তাকে শেষ শ্রদ্ধা জানাতে সানে-পায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে মরদেহ। ১৯৩৯ সালে ভারতের বানারাসে জন্মগ্রহন করেন তিনি। ১৯৫৪ সালে আসেন রাজনীতিতে। ১৯৬০ সাল থেকে ১৬ বছর ভারতে নির্বাসিত ছিলেন তিনি। এক টুইটার বার্তায় তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।