মাহফুজা খাতুন শিলার হাত ধরে ১২তম দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে তৃতীয় সোনা জিতেছে বাংলাদেশ।সোমবার গেমসের তৃতীয় দিনে সাঁতারে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নিজের দ্বিতীয় সোনা জিতেন বাংলাদেশের এই কৃতী সাঁতারু।এরআগে রোববার গেমসের দ্বিতীয় দিনে দুটি সোনা পায় বাংলাদেশের খেলোয়াড়রা যার একটি পান এই মাহফুজা খাতুন শিলা। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সোনা জিতেন এই বাংলাদেশী প্রতিযোগী।অন্য সোনাটি পান ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে শ্রীলংকা ও নেপালের প্রতিযোগীকে পেছনে ফেলে সোনা জেতেন তিনি।এসএ গেমসের এবারের আসরে তৃতীয় দিন পর্যন্ত ২৭টি পদক পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৩টি সোনা, ৫টি রুপা ও ১৯টি ব্রোঞ্জ পদক। –
Share!